সিয়াম বাবু স্টাফ রিপোর্টার বগুড়া:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার শহীদ চান্দু স্টেডিয়ামে দিনব্যাপি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বালক ও বালিকাদের পৃথক চারটি টীম অংশগ্রহন করে। বালকদের খেলায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর একাদশ তিন উইকেটে বীরশ্রেষ্ঠ মতিউর একাদশ কে পরাজিত করে। মতিউর একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৭ রান করে। দলের পক্ষে রিয়াদ ৩৮, সনি ৩৯, রবিউল ৩৭ রান করে। জাহাঙ্গীর একাদশের বোলার তৌফিক ২টি উইকেট লাভ করে। জবাবে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর একাদশ ১৮ ওভার ১ বলে ৭ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইলমান হাবিব ৬৩ ও রিয়াদ ২৮ রান করে। মতিউর একাদশের রনি দুটি উইকেট লাভ করে। বালিকাদের খেলায় লাল দল ৭ উইকেটে সবুজ দলকে পরাজিত করে। সবুজ দল টসে জিতে প্রথমে ব্যাট করে ১৫ ওভারে ৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রানী ৩৪, মিম ২৮ রান সংগ্রহ করে। জবাবে লাল দল ১৪ ওভারে তিনি উইকেটে জয় নিশ্চিত করে। দলের পক্ষে মেঘলা ৩২ রান সংগ্রহ করে। খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল। প্রতিযোগিতায় জেলার ৬০ জন বালক ও বালিকা অংশ গ্রহন করে। খেলা পরিচালনা করেন খালেদ মাহমুদ রুবেল ও সিরাজুল ইসলম সাজু।
Leave a Reply