সোহাগ কাজী,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
আজ ২৪/৪/২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় মাদারীপুর জেলার ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফীন।উক্ত এনজিও সমন্বয় সভায় সভাপতি বলেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের এনজিও কি কাজ করেন তা অবশ্যই প্রতি মাসে রিপোর্ট আকারে আমার নিকট দাখিল করবেন।তিনি আরও বলেন আপনাদের মাধ্যমে বিভিন্ন সভা সেমিনারে লোন কালেকশনের সমিতির মাধ্যমে গ্রাম আদালতের প্রচার করবেন কেননা এটা একটি সরকারি প্রকল্প।ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে।এই আদালতে অতিরিক্ত কোন টাকা খরচ হয়না।ফৌজদারী মামলার ফি ১০/- টাকা এবং দেওয়ানী মামলার ফি ২০/-টাকা। আপনাদের মাধ্যমে গ্রাম আদালতের প্রচার প্রচারণা বাড়াতে হবে সাধারণ মানুষ যেন থানা বা আদালতমুখী না হয় সবাই যেন সঠিক বিচার পেতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আসে সেই প্রচার আপনারা এনজিও গুলো করবেন।উক্ত এনজিও সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ পর্যায় -৩,প্রকল্পের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন,কারিতাসের রুহুল আমিন,বাংলাদেশ ইয়ুথ ফাস্ট প্রোগ্রাম ম্যানেজার মি: জন লিটন বৈরাগী,জাগরনী চক্র ফাউন্ডেশন এর সাইফুল ইসলাম,ব্র্যাকের সৈয়দা লুবনা ইসলাম শম্পা,আশার রেজাউল ইসলাম,আলোর বাংলার জহির উদ্দিন সহ অন্যান্য এনজিওর প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
Leave a Reply