জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ (চট্টগ্রাম )
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাস্টার কামাল উদ্দিনের নাম করণে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের পৃষ্ঠ পোষকতায় শিক্ষা শিক্ষাবিদ মাস্টার কামাল স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৪ এর ফলাফল ২৪ জানুয়ারি (শুক্রবার ) রাত ৮টায় মাকসৃ’র কার্যলয়ে প্রকাশিত হয়েছে।
উক্ত ফলাফল ঘোষণা করেন মাস্টার কামাল স্মৃতি বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার হুমায়ুন কবির ও পরিক্ষা ব্যাবস্হাপনা কমিটির সচিব মনিরুল ইসলাম। এবারের পরীক্ষায় ১৭২২ জন ছাত্র – ছাত্রী অংশগ্রহণ করে । পরীক্ষায় ৪র্থ শ্রেণীতে ট্যালেন্টপুল ২১ জন ও জন সাধারণ গ্রেডে ৫৯ জন। এবতেদায়ী ট্যালেন্টপুল ৪ জন ও সাধারণ গ্রেডে ১৮ জন।৭ম শ্রেণিতে ট্যালেন্টপুল ১৩ জন ও সাধারণ গ্রেডে ৬৪জন। ৯ম শ্রেণীতে ট্যালেন্টপুল ৪ জন ও সাধারণ গ্রেডে ৩৯ জন বৃত্তি লাভ করে।
ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন বৃত্তির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ছোলাইমান চৌধুরী, সদস্য মাস্টার রতন মানিক বসু, মাকসৃ’র সাবেক সভাপতি এস এম বাসার উদ্দিন, মাকসৃর সহ – সভাপতি মাস্টার শফিউল আজম, সদস্য কামরুল হাছান , মাষ্টার আব্দুর রহমান রিপন, শফিকুল আলম, সদস্য মাস্টার জয়নাল আবেদিন, মাস্টার হাবিবুর রহমান,মাস্টার ছানা উল্ল্যা, কামরুল হাসান নান্টু,কবির উদ্দিন, আশ্রাফুল মাওলা সাকিল, সাহেদ সারওয়ার রাসেল,মাশরুর কামিল তকি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
Leave a Reply