মো. জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় পৌর এলাকার বাওয়ার কুমারজানী রোডের দারুল ফালাহ ক্যাডেট মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, উপজেলার লতিফপুর ইউনিয়নের ফিরিঙ্গিপাড়া গ্রামের সালাম মিয়ার ছেলে হাফেজ সাব্বির মিয়া (২১) বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী (১০) মাদরাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে চতুর্থ তলায় আবাসিক রুমে থাকতো। গত এক সপ্তাহ পূর্বে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক টয়লেটের ভেতরে নিয়ে বলাৎকার করে। এ ঘটনা জানতে পেরে শিক্ষার্থীর মা বাদী হয়ে শনিবার মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় পুলিশ মাদরাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
দারুল ফালাহ ক্যাডেট মাদরাসার পরিচালক জুবায়ের হোসেন জানান, শনিবার সন্ধ্যায় মাদরাসায় পুলিশ আসার পর আমরা ঘটনাটি জানতে পারি। ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24