শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমরা ১৭ বছর থেকে আন্দোলন সংগ্রাম করতেছি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তার জন্য দেশে প্রথমেই জাতীয় সরকার গঠন করা দরকার। অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে বা অনির্বাচিত সরকারের মাধ্যমে তো গণতন্ত্র ফিরিয়ে আনতে পারা যাবে না। অতএব আমরা প্রথমে গণতান্ত্রিক সরকার চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব চাই।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের টাউন ক্লাব অডিটোরিয়ামে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সাংগঠনিক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, যদি আমরা দেখি যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় দেরি হচ্ছে , তবে আমাদের বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তে আমরা চলবো।
এছাড়া দলটির সম্মেলন কবে হবে এমন প্রশ্নের জবাবে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, আজকের সাংগঠনিক সভা থেকেই সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটি আশা করছে যে আগামী এপ্রিলের মাঝামাঝিতে পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন হতে পারে।
এর আগে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় টাউন ক্লাব অডিটোরিয়ামে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল আউয়াল মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু এবং কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24