সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
২৩ এপ্রিল বিশ্ব বই দিবস উপলক্ষে বই বিষয়ক সংগঠন ‘বইচিন্তা’-এর আয়োজনে সন্দ্বীপ উপজেলা পাবলিক লাইব্রেরিতে এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই বই আড্ডায় সভাপতিত্ব করেন বইচিন্তার সমন্বয়ক নজরুল নাইম।
আড্ডায় বক্তব্য রাখেন নিঝুম খান, প্রভাষক, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ,দিদার হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মগধরা কলেজ,মাওলানা শরিফ হায়দার,সাংবাদিক ইলিয়াছ সুমন ও ফয়সাল আসীর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন—
সফিকুর রহমান, মাইনউদ্দীন, আমিনুর রসুল রিয়াদ,হুমায়ুন হাসান পাঠওয়ারী, শামীম আহমেদ, সৌরভ দাশ,আলাউদ্দিন, সজীব উদ্দিন, মুশফিক রহমান, তাহিম,আবির, তাসমি হৃদয় প্রমুখ।
আড্ডায় বই নিয়ে আলোচনা, পাঠ অভিজ্ঞতা ভাগাভাগি এবং সাহিত্য চর্চার বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
Leave a Reply