হাবিবুর রহমান রনি,স্টাফ রিপোর্টার:
প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগেড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে ব্র্যাক ব্যাংকের একটি এজেন্ট শাখার উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক বাংলাবাজারে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির আউটলেটের শুভ উদ্বোধনের মাধ্যমে ব্যাংকে কার্যক্রম ও লেনদেন শুরু হয়।
ব্র্যাক এজেন্ট ব্যাংকটিং উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন সোহাগের সঞ্চালনায় এবং এজেন্ট ব্যাংকের প্রোপাইটার মেহরাজ উদ্দিনের সভাপতিত্বে ব্যাংকের পক্ষ থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক নোয়াখালী ও ফেনী অঞ্চলের হেড অফ রিজিওন জুয়েল চক্রবর্তী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা সুজন শর্মা, কর্মকর্তা নুরুল আমিন সহ ব্যবসায়িকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
অনুষ্ঠানে বক্তারা উক্ত অঞ্চলে ব্যাংক লেনদেন কার্যক্রম সম্প্রসারণ, ব্যাংকের সেবা ও গ্রাহক চাহিদা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
Leave a Reply