হাবিবুর রহমান রনি, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র আয়োজনে সবজি উৎপাদকারী কৃষকদের নিয়ে দিনব্যাপী একটি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল ৯ টা থেকে উপজেলার কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে ‘নিরাপদ সবজি উৎপাদনে উত্তম কৃষি ব্যবস্থাপনা (GAP)’ বিষয়ক দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের সেশন পরিচালনায় অংশগ্রহণ করেন নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অংশগ্রহন করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার নোয়াখালী অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাইফুল্লাহ, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. নজরুল ইসলাম, ইস্ট ওয়েস্ট সীড-নলেজ ট্রান্সফারের নোয়াখালী জেলা ফিল্ড টেকনিক্যাল সুপারভাইজার মো. আশিকুর রহমান, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রজেক্ট এক্সটেশন অফিসার রোজিনা আক্তার, প্রজেক্ট এক্সটেশন অফিসার রিফাত হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার আওতায় পরিচালিত ‘স্মার্ট ফার্মিং হেলদি ফুড প্রজেক্টে’র মাধ্যমে উত্তম কৃষি ব্যবস্থাপনা (GAP) বাস্তবায়নে সবজির পাইলটিং প্রদর্শনী প্লটের জন্য নির্বাচিত কৃষকরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
Leave a Reply