ফারিছ আহমদ – হোসেনপুর উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে মানবিক উদ্যোগের অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট কবি জামাল উদ্দিন আহমেদ। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের কিছুটা স্বস্তি দিতে তিনি তার সামর্থ অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করেছেন।
সম্প্রতি হোসেনপুরের বিভিন্ন এলাকায় তিনি নিজে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এই উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষেরা উষ্ণতার ছোঁয়া পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কবি জামাল উদ্দিন আহমেদ বলেন, “মানবতার সেবাই সবচেয়ে বড় কাজ। যারা শীতে কষ্ট পাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি চাই, সবাই সামর্থ অনুযায়ী এই মানুষগুলোর পাশে দাঁড়াক।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “কবি জামাল উদ্দিন আহমেদ সবসময় মানবিক কাজে এগিয়ে আসেন। তার এই উদ্যোগ আমাদের সমাজে উদাহরণ হয়ে থাকবে।”
কবির এই সহায়তা কার্যক্রমে স্থানীয় কিছু তরুণ ও স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কবি আশ্বাস দেন।
Leave a Reply