1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
যশোর বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এস.এম. রুহুল আমিন সিডিএ’র উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সদর ইউএনও ফেনী জেলা এবি পার্টির অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহিন সোলতানীর ঈদের শুভেচ্ছা বেঁচে ফেরা সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে কুয়াকাটায় সংবর্ধনা বিরলে নানা আয়োজনে সিডিএ-এর প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হাবিপ্রবি শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হলেন নাসিরনগরের কৃতি সন্তান অ্যাড.মো.আব্দুল আজিজ খান ফেনীর লাইন” চালু নামে প্রতারণার চক্রের মূলহোতা নুরু মুহাম্মদ শাহেদ ফেনীর লাইন বাস হয়ে গেল হানিফ পরিবহন দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার মাদক উদ্ধার ঈদ যাত্রায় কিছুটা পরিবহন সংকট, কয়েকগুণ ভাড়া আদায়ের অভিযোগ

বেনাপোল স্থল বন্দর দিয়ে ৯দিনে আমদানী করা হলো ১৪২১ টন কাঁচা মরিচ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার

মনা, যশোর  প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি স্বাভাবিক থাকার পরেও যশোরের শার্শা উপজেলা বেনাপোল বড় খুচরা বাজারে ২০০ টাকা থেকে ২৪০টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। কারণ, হিসেবে দেশে বন্যা ও গেলো দুর্গাপূজায় টানা পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। তারপরও গত এক সপ্তাহে ১ হাজার ৪২১ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। সে কারণে দাম বৃদ্ধিতে বিস্মিত ও ক্ষুব্ধ ক্রেতারা।

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি বাড়লেও আড়তে তেমন কমেনি কাঁচা মরিচের দাম। গেলো দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্দর বন্ধ এবং দেশে বন্যাকে পুঁজি করে কাঁচামাল গুদামজাত করে দাম বৃদ্ধি করেছেন আড়তদাররা।

শুক্রবার উপজেলা হাট-বাজার ঘুরে বড় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপূজার আগে এই সব বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৮০ থেকে ১০০ টাকা কেজি। পূজার ছুটির মধ্যে তা বিক্রি হয়েছে ৬৫০ -৬০০ টাকা কেজি দরে। সেই ধারাবাহিকতায় এখনও ২০০ থেকে ২৪০টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের ১৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ৯ দিনে ১২২ ট্রাকে করে ১ হাজার ৪২১ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। কেনা থেকে শুরু করে শুল্ককর মিলিয়ে আমদানি করা এই মরিচের কেজিপ্রতি খরচ পড়েছে ৯৬-১০০ টাকা। অথচ উপজেলা বিভিন্ন ইউনিয়নে বাজারগুলোতে ২০০থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ। তবে দেশব্যাপী বন্যা এবং পূজা উপলক্ষে বন্দর বন্ধ হওয়ায় মরিচের দাম বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন সাধারণ বিক্রেতারা।

বেনাপোল বড় বাজারে কাঁচা মরিচ কিনতে আসা হাফিজুর রহমান বলেন, চলতি মাসের শুরুতে মরিচ কিনেছিলাম ৯০ টাকা কেজি।মাঝে ৬০০ থেকে ৬৫০ টাকা বিক্রি হয়েছে ১ কেজি। আজ দেখছি দেশি ঝাল ২৫০ থেকে টাকা কেজি ভারতীয় ঝাল ২০০ টাকা কেজি । এভাবে চললে আমরা চলবো কী করে ৷

আরেক ক্রেতা রফিকুল বারি বলেন, আমরা বেনাপোল স্থলবন্দর এলাকার বাসিন্দা। শুনছি এবং দেখছি, এই বন্দরে প্রচুর কাঁচা মরিচ আমদানি হচ্ছে। সেই হিসেবে তো ১০০ টাকার নিচে দাম হওয়া দরকার। অথচ এখনও আমাদের প্রায় ২৫০টাকা কেজি দরে কাঁচামরিচ কিনে খেতে হচ্ছে।

বেনাপোল বড় বাজারের খুচরা ব্যবসায়ী শংকর কুমার বলেন, বেশি দামে মরিচ কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। সব সবজি এবং পেঁয়াজের দামও আকাশছোঁয়া। তবে পূজার কারণে বন্দর বন্ধ থাকায় বাজারে বড় বড় ব্যবসায়ীরা বস্তা বস্তা কাঁচা মরিচ আর পেঁয়াজ মজুত করেছিল দাম বেশি পাওয়ার আশায়। আমদানি স্বাভাবিক হলে আবার দাম কমে যাবে।

বেনাপোল বন্দরের পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানিকারক রফিকুল ইসলাম রয়েল বলেন, পেঁয়াজে তেমন পড়তা না থাকায় এখন কাঁচা মরিচ আমদানি করছি। বর্তমানে কাঁচা মরিচ আমদানি অনেক বেশি পরিমাণে হচ্ছে। বাজারে মূল্য বৃদ্ধির বিষয়টা শিগগিরই কেটে যাবে। ৯ দিনে ১২২ গাড়ি কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

জুন ২০২৫
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
 

©All rights reserved © Daily newsbangla24.