মোঃ মনির মন্ডল, সাভারঃ
আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সাদিকুল ইসলাম (২৪) নামে এক যুববকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন
এর আগে গতকাল মধ্য রাতে আশুলিয়া থানার পবনারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদিকুল ইসলাম আশুলিয়া থানার পবনারটেক এলাকার সিরাজুল ইসলাম ছেলে। তিনি শিক্ষার্থী বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও বিবাদী একই স্কুলে পড়াশোনা করতো সেই সুবাধে তাদের পরিচয় হয় সেখান থেকে ফোন নম্বর আদান প্রদান ও কথা বলার এক পর্যায়ে ভুক্তভোগীকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে সাদিকুল। পরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গোপনে একান্ত সময়ের ভিডিওধারণ করে প্রেমিকাকে জিম্মি করে অভিযুক্ত। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত করা হয়। ভুক্তভোগী নারী সাদিকুলের বাসায় বিয়ের দাবিতে কথা বলতে গেলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং তাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হয়।
এবিষয়ে আশুলিয়া থানার (তদন্ত ওসি) মো:কামাল হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে সাদিকুল ইসলাম এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীকে আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য সোহরাওয়ার্দী উদ্যান মেডিকেল হাসপাতালে পাঠানো হবে। গ্রেপ্তার সাদিকুল ইসলামকে অন্যান্য আসামির সঙ্গে আদালতে পাঠানো হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24