মোঃ মনির মন্ডল, সাভারঃ
ঈদ উপলক্ষ্যে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে “রেডিও” ব্যান্ডের নতুন গান “শিক্ষিত বেকার”। গানটিতে কন্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল এবং কিবোর্ড প্লেয়ার জুয়েল মাহমুদ। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মাহমুদ নিজেই। লিড গিটার বাজিয়েছেন সাইফ সাইফুল্লাহ্ সাগর। ব্যান্ডের অন্যান্য সদস্যরা হলেন শ্রাবণ (বেইজ গিটারিস্ট ) এবং প্রণব (রিদোমার)।
গানটির ভিডিও পরিচালক হিসেবে কাজ করছেন মহিউদ্দিন ফাল্গুন।
জুয়েল মাহমুদের সাথে কথা বলে জানা যায়- গানটি আজ থেকে প্রায় ৮/৯ বছর আগের লেখা। মধ্যবিত্ত ঘরের কোন ছেলে লেখাপড়া শেষ করার পর উপযুক্ত একটি চাকুরী না পেয়ে কিভাবে বাবা মা এর বোঝা হয়, কিভাবে প্রেমিকা হারিয়ে যায়, কিভাবে একটা জীবন নষ্ট হতে পারে এইসব কিছু সম্পর্কেই ধারণা দেয়া আছে গানটিতে। জীবনের নানা ধরনের কষ্ট, পরাজয়, হতাশা আর ক্রোধের কথাও উঠে এসেছে এই গানে। ছোট্ট এই গানটিতে একজন শিক্ষিত বেকারের জীবনের পুরো গল্পটিই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সবার জীবনের সাথে না মিললেও গানের কথাগুলো অসংখ্য বেকার যুবকের জীবনের কথা বলবে। ভিন্ন ধরনের চিন্তা ভাবনাকে একটি গানের আকৃতি দেয়া হয়েছে।
যারা রক, হার্ড রক মিউজিক পছন্দ করেন, তাদের কাছে ভালো লাগবে গানটি। 7 SERIES MUSIC এর ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে গানটি।
Leave a Reply