মোঃমোরছালিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-১৭ বালক পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাঁচবিবি উপজেলা দল ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে ক্ষেতলাল উপজেলা দলকে পরাজিত করে। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকলেও জেলা পর্যায়ে এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খেলোয়াড়রা দারুণ উচ্ছ্বসিত। আয়োজকদের মতে, জেলা পর্যায় থেকে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিভাবান ফুটবলার তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিরা।
জেলার পাঁচটি উপজেলা ও একটি পৌরসভা দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৮ জানুয়ারি বিকেলে একই মাঠে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24