স্টাফ রিপোর্টার
সম্প্রতি নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে নাগরপুর,গয়হাটা,বেকড়া ও মামুদনগর ইউনিয়ন যুব সভাপতিদের নিয়ে বাদ আসর নাগরপুর বাজার জামে মসজিদে জাতীয় সংসদ নির্বাচনী উপলক্ষে কর্মশলা ও যুব সংগঠন গতিশীল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপজেলা যুব সভাপতি ডা.এম.এ.মান্নান,সাংগঠনিক সম্পাদক কোরবান আলী,ক্রীড়া সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল,মিডিয়া সম্পাদক আব্দুস সবুর,উপজেলা যুব সদস্য ইন্জি.তারিকুল ইসলাম ও রহমান মিয়া উপস্থিত ছিলেন।এছাড়াও বেকড়া ইউনিয়ন জামায়াত নেতা নূরুল আলম,
নাগরপুর সদর যুব সভাপতি মেজবাহুল এহসান শোভন, মামুদনগর সভাপতি লুৎফর রহমান,গয়হাটা সভাপতি সাহেদ মিয়া ও বেকড়া সেক্রেটারি ফেরদৌস মিয়া,সদর ইউনিয়ন যুব সদস্য মো.আ.হালিমসহ যুব বিভাগের বিভিন্ন দায়িত্বশীলগন উপস্হিত ছিলেন।এসময় ভোট কেন্দ্র,বুথ এর এজেন্ট নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।এবং আগামী সপ্তাহ থেকে প্রতিটি ইউনিয়ন এ মেডিকেল ক্যাম্পেইণ অনুষ্ঠিত হবে এমন সিদ্ধান্ত গৃহিত হয়।
Leave a Reply