সোলায়মানঃ
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম গণকবরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ এলাকার জনগণ অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, বীর মুক্তিযোদ্ধাগণ, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ফজলু, বনগ্রাম দাখিল মাদ্রাসার সুপার আবু বকরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একটি রক্তাক্ত স্মৃতি
১৯৭১ সালের ২৫ অক্টোবর পাক হানাদার বাহিনী নির্মম হামলা চালায় নাগরপুর উপজেলার বনগ্রাম রসুলপুরে। নিরীহ গ্রামবাসীসহ ৫৭ জন মুক্তিযোদ্ধাকে নৃশংসভাবে হত্যা করা হয়। শুধু তাই নয়, গ্রামের বসতঘর ও গবাদি পশু পুড়িয়ে ধ্বংসস্তুপে পরিণত করা হয় পুরো এলাকা।
নৃশংস এই হত্যাযজ্ঞের পর শহীদদের একত্রে দাফন করা হয় গণকবরে। সেই থেকে প্রতিবছর ২৫ মার্চ শহীদদের শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা, প্রশাসন ও এলাকাবাসী ছুটে আসেন এই স্মৃতিস্থলে, যেন ইতিহাসের সেই ভয়াবহ দিনটি কখনো ভুলে না যায় প্রজন্মের পর প্রজন্ম।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24