আল আমিন হাওলাদার:
নেত্রকোণা দুর্গাপুর পাহারাদারকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আরো ৫ ডাকাত গ্রেপ্তার
নেত্রকোণার দুর্গাপুরে হাবিবুল্লাহ ফিশারিজ এন্ড ডেইরি ফার্মের পাহারাদারকে হত্যা করে ৭টি গরু ডাকাতির মামলায় আরো ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোণা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সোমবার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রী কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫) ও মো. ইউনুস আলী (৪৫)। ওই ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার জানান,গত ৬ মার্চ গভীর রাত থেকে সকাল পর্যন্ত যেকোনো একসময়ে দুর্গাপুর উপজেলার গোদারিয়া এলাকায় গরুর খামারে পাহারাদার জয়নাল উদ্দিনকে খুন করে খামারের সাতটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। পরে ১০ মার্চ ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ৩ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকা এবং সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতদের হেফাজত থেকে ওই ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুড়ি, রেঞ্চ এবং বেশকিছু ক্রু ড্রাইভারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
এই ডাকাতির মামলায় এ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24