সাইফুল ইসলাম -নোয়াখালী প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালী জেলা শহর মাইজদীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাত ১২টায় মাইজদী বড় মসজিদ মোড় থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত এক সমাবেশ করে এনসিপির নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম। এসময় বনি ইয়ামিন, কাজী মাইনুদ্দীন তানভির, ইয়াছিন আরাফাত, আবু সুফিয়ান, মেহেদী হাসান সীমান্তসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং আওয়ামী লীগ স্টাইলে কেউ সন্ত্রাসের রাজনীতি করলে তার পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি। সোমবার (২৪ মার্চ) রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে গিয়ে শেষ হয়।
এসময় এনসিপির নেতারা বলেন এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24