হাফিজুর রহমান:
রাস্তার পাশে ভ্যান রাখায় ক্ষিপ্ত হয়ে আঃ গফফার (৫২) নামের ১ অসহায় রোজাদার ভ্যান চালককে পিটালেন সাতক্ষীরার কালীগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। ভুক্তভোগী ভ্যান চালক দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকুমরা গ্রামের ইউসুফ আলীর পুত্র। ২৪ মার্চ সোমবার (২৩ রমজান) বিকাল ৪ টার দিকে কালীবাড়ি নলতা-তারালী সড়কের রব্বানী মোড়লের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে ভ্যান চালক আঃ গফফার জানান, তিনি রব্বানীর দোকান থেকে ইফতারের মালামাল নিয়ে ভ্যান লোড করছিলেন। এ সময় নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় মাইক্রো যোগে আসার পথে রাস্তার ধারে ভ্যান রেখে মালামাল লোড করায় ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করেন। ভ্যানচালক রোজাদার বলে দাবি করলেও তাকে ক্ষমা করা হয়নি।
এদিকে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন লোড ও বিকাশ ব্যবসায়ী, একজন ইলেকট্রিক ব্যবসায়ী ও দুইজন ফার্মেসি ব্যবসায়ী ও কয়েকজন মুদি ব্যবসায়ীরা বলেন, পবিত্র রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে একজন রোজাদার অসহায় ভ্যানচালককে এভাবে মারধর করা নেক্কারজনক কাজ। তবে চেয়ারম্যান আজিজুর রহমান প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। এ ব্যাপারে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের
ব্যবহৃত মুঠো ফোনে +8801711448790 নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও ঘটনার সত্যতা জানা সম্ভব হয়নি।
Leave a Reply