মোঃ কামাল হোসেন প্রধান – জেলা প্রতিনিধি নরসিংদীঃ
নরসিংদীর শিবপুর উপজেলায় ভরতের কান্দি হাজী সমশের আলী উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব মনজুর এলাহী চেয়ারম্যান ,নদীবাংলা গ্রুপ ও প্রতিষ্ঠাতা হাজী আবেদ আলী কলেজ ব্রাহ্মন্দী, নরসিংদী এবং সদস্য সচিব নরসিংদী জেলা বিএনপি। অদ্য ২৫/২/২৫ ইং মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন,সুস্থ দেহ প্রশন্ত মন কর্ম ব্যস্ত সুখী জীবন। আমরা যদি সুখী জীবন চাই তাহলে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং পড়াশুনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে,একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ জ্বলে। আমি আশা বাদী এই হাজী শমসের আলী স্কুল থেকে এমন একটি ছেলে বের হয়ে সারা বাংলাদেশ কাপাবে ইনশাল্লাহ। এখানে এসে আমি দেখতে পেরেছি, আজকে এই ট্রেজে যারা আছেন তারা কিন্তু এই গ্রামের মানুষ ,একটা গ্রামে এতগুলা সুখী মানুষ আছে এরকম শিবপুর থানায় আর কয়টা গ্রাম আছে। তারপরও আমাদের এই গ্রামের স্কুল এমন জরাজীর্ণ অবস্থায় থাকে এটা কিন্তু আমাদের জন্য লজ্জা কর ব্যাপার, এটা কখনো সম্মানে হতে পারে না। আমরা আগামী দিনে এই স্কুলকে, স্কুল এন্ড কলেজের রূপান্তরিত করিব ইনশাল্লাহ। মোঃ সোহরাব হোসেন চেয়ারম্যান, জাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সভাপতিত্বে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এডভোকেট মোঃ শাজাহান মিয়া, সাবেক সভাপতি নরসিংদী জেলা আইনজীবী সমিতি। এডভোকেট মোঃ আলী সরকার টুটুল, সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী জেলা আইনজীবী সমিতি,। শুভেচ্ছান্তে বক্তব্য রাখেন মোঃ মজিবুর রহমান প্রধান শিক্ষক ভরতেরকান্দি হাজী শমসের আলী উচ্চ বিদ্যালয়।
Leave a Reply