মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার এই স্লোগানকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি ২০২৫ শনিবার দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF-এর কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সততা, উত্তম আচরণ ও সেবামূলক মনোভাব নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। IBWF সুদবিহীন ইসলামি অর্থ ব্যবস্থার ভিত্তিতে সৎ ব্যবসায়ী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে IBWF জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ হাসিবুল আলম লিটনের সভাপতিত্বে এবং জেলা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেনের সঞ্চালনায় একটি ব্যবসায়ী উন্নয়নবিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে IBWF-এর কেন্দ্রীয় সহকারী তথ্য, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আল মামুন ব্যবসায়িক পরিকল্পনা, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও স্মার্ট উদ্যোক্তা তৈরির ওপর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন IBWF বগুড়া জোনের সভাপতি সেলিম রেজা। তিনি বলেন, নিজের পুঁজি দিয়ে যারা ব্যবসা পরিচালনা করেন, তারাই প্রকৃত ব্যবসায়ী। তারা ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল নন এবং সুদী কারবার থেকেও মুক্ত। পুঁজি না থাকলেও সততা ও বিশ্বাসের মাধ্যমে একজন সৎ ও সফল ব্যবসায়ী হওয়া সম্ভব। IBWF ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের এক হাজারের বেশি ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এ সময় একজন ক্ষুদ্র পান ব্যবসায়ীকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে IBWF-এর দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রকাশিত সম্মেলন স্মারক মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
এসময় মোঃ হাসিবুল আলমকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজাকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।
Leave a Reply