মোঃ মনির মন্ডল,
আশুলিয়ায় চার বছর আগের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করছেন লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস নামের দুটি কারখানার শ্রমিকেরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭ টা থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার(ডিইপিজেড) সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিকল্প সড়ক ব্যবহার করছেন অনেকে।
বিক্ষোভকারী একাধিক শ্রমিক বলেন, চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া পাওনাদি রেখে বন্ধ হয়ে যায় লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা। এরপর কারখানা দুটির একটি বিক্রি করে দেন বেপজা কর্তৃপক্ষ। কারখানা বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া এখন পরিশোধ করা হয়নি।
তারা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের সামনে জড়ো হন এদুটি কারখানা শ্রমিকেরা। পরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারী শ্রমিক বলেন, গত ৪ বছর ধইরা বেপজা আমাদের ঘুরাইতেছে। তাঁরা বলে টাকা দিবো। সেপ্টেম্বরের ৯ তারিখে ফোন দিয়া বলছে আন্দোলনে যোগ দিয়েন না, নভেম্বরের ৩০ তারিখে টাকা দেয়া হবে। গতকাল আবার বলছে টাকা দিবে আরো পরে। আমাদের নির্দিষ্ট কোন তারিখ কেন দিচ্ছে না। তারিখ না দিলে আমরা সড়ক ছারবো না।
এই দুই কারখানার শ্রমিকদের নেতৃত্ব প্রদানকারী শ্রমিক মো. আজাদ বলেন, আমাদের একটি ফ্যাক্টরি বিক্রি হলেও আমাদের বকেয়া পাওনাদি বেতনের টাকা দেয়া হচ্ছে না। আগের ফ্যাসিবাদ সরকারের কিছু দালাল এখনো রয়েছে তারা আমাদের ঘুরাচ্ছে। প্রধান উপদেষ্টা ও শ্রম উপদেষ্টার কাছে আমাদের দাবী এসকল কর্মকর্তাদের অপসারণ করতে হবে। বেপজার কর্মকর্তারা এখানে এসে ৩০ নভেম্বরের মধ্যে টাকা পরিশোধের ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা সড়কেই অবস্থান করবো।
শ্রমিকরা স্মারক লিপিতে উল্লেখ করে জানান,গত (৯ সেপ্টেম্বর) লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস এর সকল শ্রমিক কর্মচারী- কর্মকর্তা তখনকার এই অঞ্চলে দায়িত্বরত আর্মি ক্যাপ্টেন সিয়াম সাহেবকে সাক্ষী রেখে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে ডিই.পি জেড এর নির্বাহী পরিচালক আহসানুল কবির বলেছিলেন ১৫ অক্টোবরের ২০২৪ এর মধ্যে আমাদের পাওনা পরিশোধের নোটিশ প্রদান করা হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে সকল বকেয়া পাওনাদি পরিশোধ করা হবে। এরই ধারাবাহিতায় আপনাদের সাথে কয়েকবার সশরীরে মিটিং এ ৩০ নভেম্বর তারিখে পাওনা পরিশোধ করা হবে বলে বেপজা কর্তৃপক্ষ নিশ্চিত করেন।
বেপজা কর্তৃপক্ষের প্রতিশ্রুত ৩০-১১-২০২৪ইং তারিখের মধ্যে প্রদেয় টাকা প্রদান করিতে হবে,আমরা ঢাকা ইপিজেড এর কোন কর্মকর্তার সহিত কথা বলব না। আজ বেপজা চেয়ারম্যান এখানে উপস্থিত হয়ে ৩০ তারিখের মধ্যে আমাদের সকল পাওনাদি পরিশোধের ব্যবস্থা করলে আন্দোলন স্থগিত করবো এই দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।
এদিকে শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধের খবর জানতে পেরে অনেক পরিবহণ চালক বিকল্প সড়ক ব্যবহার করছেন।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়ক ব্যবহারকারী যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করছেন।
এবিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করছেন।
এর আগেও তারা একই দাবীতে সড়ক অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছিলাম। আজকেও বুঝিয়ে সরিয়ে দেয়াড় চেষ্টা করা হচ্ছে
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24