আবু ইউসুফ সোহাগ- বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সামাজিক সংগঠন সেবা এর বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এক অসহায় প্রতিবন্ধী বোনের অপারেশনের জন্য নগদ ১৫.০০০ ( পনের হাজার) টাকার অনুদান দেওয়া হয়েছে।২৫ জানুয়ারী ২৫ইং শনিবার বিকাল ৪টায় দর্গাভিটা বাজারে সেবা অফিসে অনুষ্ঠিত হয়।
সেবার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ দুর্জয় ও সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ রায়হান এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনাব শামছুল হক ফরহাদ,
সেবার প্রধান উপদেষ্টা সেবা। তিনি বলেন “সেবা (সংগঠনটি? আত্ম মানবতার কল্যাণে সব সময় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে এবং সামনেও করে যাবে আশাবাদী। প্রবাসীদের বিশেষ অবদান তুলে ধরেন তিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব মাহবুবুল আলম নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব নুরুজ্জামান। সভাপতি আল ইমরান।
অনুষ্ঠানে মানব সেবায় বিশেষ অবদান রাখায় ও স্বদেশ আগমন উপলক্ষে সেবা দুই এর সদস্যকে সংবর্ধনা প্রধান করা হয়, তারা হলেন দুবাই প্রবাসী জনাব জুনায়েদ আহমেদ এবং দক্ষিণ কোরিয়া প্রবাসী তাহসান আহমেদ রবি। পরে নোয়াবাদ ইউনিয়নের ডাকাতখালি পাড় গ্রামের আবু শহিদের মেয়ে মোছাঃ নারভিন (১৯) অসাহায় প্রতিবন্ধী বোনের জন্য পিতা নিকট টাকা হস্তান্তর করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন মোমিনুল ইসলাম, রমজান আলী, হারুন অর রশীদ, আবুল বাশার, এস এফ ফারুক অপূর্ব, মকবুল হোসেন সাগর, শরীফুর রহমান, এনামুল হক, শরীফ আহমেদ শুভ, মানিক হাসান, শাহ আলম, ফারহান আহমেদ নাঈম, তরিকুল ইসলাম পরশ ও ফারুক আহমেদ প্রমুখ।
Leave a Reply