মিথুন কর্মকার আমতলী বরগুনা প্রতিনিধি:
জমিতে বালু ভরাট করতে গিয়ে বিপাকে পরেছেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম (কামাল ) আকন। উপজেলা বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতাদের মদদে নিজাম উদ্দিন কালা ও তার সহযোগীরা তাকে কাজ করতে বাঁধা এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের আমুয়ার চর এলাকায় বুধবার দুপুরে।
জানাগেছে, আমতলী উপজেলার ৩০ নং চাওড়া মৌজার ৬১ নং দাগের ৪২ শতাংশ জমির পৈত্রিক সুত্রে মালিক বিবেক তালুকদার। ওই জমি তিনি ২০২০ সালের ১৪ জুলাই আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম (কামাল) আকনের কাছে বিক্রি করেন। গত চার বছর ধরে কামাল ওই জমি ভোগ দখল করে আসছেন। গত ৫ আগষ্টের পরে উপজেলা বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতাদের মদদে ওই জমি নিজাম উদ্দিন কালা, জাকির হোসেন ও তার সহযোগীরা দখল করতে পায়তারা চালাচ্ছেন এমন অভিযোগ ভুক্তভোগী কামাল আকনের। বুধবার ওই জমিতে কামাল আকন বালু ভরাট করতে গেলে নিজাম উদ্দিন কালা, জাকির হোসেন ও তার সহযোগীরা বাঁধা এবং তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন। তাদের হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকন বলেন, বিবেক তালুকদারের ৪২ শতাংশ জমি ক্রয় করে গত চার বছর ধরে ভোগ দখল করে আসছি। এত বছর কোন সমস্যা হয়নি। কিন্তু গত ৫ আগষ্টের পরে বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতাদের মদদে ওই জমি নিজাম উদ্দিন কালা, জাকির হোসেন ও তার সহযোগীরা দখল করতে পায়তারা চালাচ্ছে। তিনি আরো বলেন, বুধবার ওই জমিতে বালু ভরাট করতে গেলে তারা বাঁধা দেয় এবং আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা দাবী করছি। পুলিশ নিরাপত্তা না দিলে ওরা আমাকে হত্যা করে ফেলবে।
নিজাম উদ্দিন কালা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমির কিছু অংশে আমরা কয়েকটি পরিবার বসবাস করি। ওই জমিতে তিনি কাজ করছেন।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24