মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত নতুন কমিটিকে ঘিরে জয়পুরহাটে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন কমিটির পক্ষ ও পদবঞ্চিতদের মধ্যে বিভক্তি দেখা দেওয়ায় পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কমিটির নেতারা তাদের অবস্থান ব্যাখ্যা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশীর আলী শিহাব, সিনিয়র যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন এবং মুখ্য সংগঠক এহছান আহমেদ নাহিদ।
নেতারা জানান, কেন্দ্র ঘোষিত নতুন কমিটি যথাযথ প্রক্রিয়ায় গঠিত হয়েছে। যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারাই কমিটিতে স্থান পেয়েছেন। তারা অভিযোগ করেন, কমিটি নিয়ে যে একতরফা সমালোচনা করা হচ্ছে, তা ভিত্তিহীন।
অন্যদিকে, নতুন কমিটিতে পদবঞ্চিতরা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে মানববন্ধন করেন। সেখানে বক্তারা অভিযোগ করেন, আন্দোলনের সময় যারা সক্রিয় ছিলেন না, তারাই নতুন কমিটিতে জায়গা পেয়েছেন। এমনকি ছাত্রলীগের এক নেতার অন্তর্ভুক্তি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাকিল, রাকিব হাসান, শাহিন আলম, নাঈম হোসেন, সবুজ হোসেনসহ আরও অনেকে। তারা দাবি করেন, প্রকৃত আন্দোলনকারীদের উপেক্ষা করে কমিটি ঘোষণা করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে নতুন কমিটি বাতিল করে সবার মতামতের ভিত্তিতে পুনর্গঠনের দাবি জানান তারা।
নতুন কমিটি নিয়ে সৃষ্ট উত্তেজনায় ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24