শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা ব্র্যরু প্রধান:
কুমিল্লার বুড়িচং এলাকায় দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন (জেএসএনপিএফ) এর সদস্য সাংবাদিক শরীফ সুমনের ওপর সদ্য নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা শামীম হোসেন কর্তৃক অতর্কিত হামলার ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন। শনিবার (২৬ অক্টোবর ) সংগঠনের চেয়ারম্যান এম শাহিন আলম ও মহাসচিব মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে স্থানীয় প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, হামলাকারী সন্ত্রাসী স্থানীয় উপজেলা ছাত্রলীগের রাজনীতি করতো। শনিবার দুপুরে সাংবাদিক সুমন তার বিশেষ কাজে উপজেলা সদর এলাকায় গেলে কোন উপযুক্ত কারণ ছাড়াই ওই সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় তার ওপর। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে ওই সন্ত্রাসী পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা মেডিকেল হাসপাটালে নিয়ে যাওয়া হয়। এমন নেক্কারজনক ঘটনায় জেএসএনপিএফ এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসী শামীমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24