ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের সময়সীমা দ্বিতীয় দফায় ১৫/০২/২০২৫ ইং তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৬/১২/২০২৪ ইং তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার অতিরিক্ত সচিব আলেয়া আক্তার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
গত ১৭/১১/২০২৪ ইং তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ওবায়দুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারীদেরকে ৩০/১১/২০২৪ ইং তারিখের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়েছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক উক্ত সময়সীমা প্রথম ধাপে ২৪/১১/২০২৪ ইং তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১/১২/২০২৪ ইং তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, সরকারি কর্মচারীদের সম্পদের তথ্য গোপনীয়তার স্বার্থে সীলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্তে সংশ্লিষ্ট সকল দপ্তরে বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়।
Leave a Reply