মিথুন কর্মকার , আমতলী (বরগুনা) প্রতিনিধি:
কাগজ দিয়ে তৈরি করা হয়েছে কলম, লেখা শেষে সেই কলম মাটিতে পুঁতলেই হবে গাছ। এমনই এক চমকপ্রদ কলম তৈরি করেছেন বরগুনা জেলার আমতলী উপজেলার দশম শ্রেণীর ছাত্র আমিরুল ইসলাম। সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামের মনিরুল হাওলাদারের ছেলে।
কাগজ, কলমের শীষ ও বীজ দিয়ে তৈরি এই পরিবেশবান্ধব কলম নজর কেড়েছে সবার।সহপাঠী ও প্রতিবেশীরা বলছেন, আমিরুলের তৈরি এই কলম একদিকে লেখার কাজ করবে, অন্যদিকে সবুজ বনায়নে সহায়তা করবে। আমিরুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
আমিরুল ইসলাম বলেন কাগজ, আঠা, কলমের শীষ ও ফলজ গাছ বা সবজি বীজ দিয়ে বানানো হয়েছে এই কলম। এতে খরচ পড়েছে ৩ টাকার মত। বাজারে যেসব কলম পাওয়া যায় সেগুলো প্লাস্টিকের, আমার কলম ৯৫ শতাংশ কাগজ ও বীজ দিয়ে তৈরি। তিনি আরও বলেন, আমার এই কলম তৈরির উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজকে একটি বার্তা দেওয়া, যেন সবাই সবুজায়নের মধ্যে থাকে। অধিকাংশ মানুষ কিন্তু প্লাস্টিক বাসায় নিয়ে আসে এবং এটি পরিবেশকে দূষণ করছে। প্লাস্টিকের ব্যবহারের দিকে কেউ খেয়াল করছে না। এই কলমটা সকলেই ব্যবহার করতে পারব।কোন ব্যক্তি অন্তত একটি গাছ লাগাবে অথবা আমার এই কলমটি যদি ফেলেও দেয় তাহলে গাছ হবে। আমি চাই শিক্ষার্থীসহ সকলে এমন কলম বানানো ও ব্যবহারে এগিয়ে আসুক।
তিনি আরো বলেন, আমি ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, দেশের প্রতি ভালোবাসা থেকেই এমন কাজ করছি। কেউ চাইলে তার ছবি অথবা তার পছন্দ মত লেখা ও ডিজাইন করেন কলম বানিয়ে দেওয়া হবে।
এ ব্যাপারে আমারা আমতলীবাসী সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, আমিরুল একজন স্বেচ্ছাসেবক সদস্য। তিনি যে কাজটা করেছে, এটি আসলেই ব্যতিক্রমী কাজ। কলমে সুন্দর লেখা হয় এবং লেখা শেষে ফেলে দিলে পচে যাবে। বীজ বপন করলে গাছ হবে। আমিরুলের মঙ্গল কামনা করছি এবং সরকারের পক্ষ থেকে তাকে পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানাচ্ছি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24