সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সন্দ্বীপের হাট-বাজারগুলো জমজমাট হয়ে উঠেছে। নতুন পোশাক, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য কেনার হিড়িক পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন, এ বছর বেচাকেনা ভালো হওয়ায় তারা সন্তুষ্ট।
রমজানের ২৬ তম দিন ২৭ মার্চ ( বুধবার )সরেজমিন সন্দ্বীপের বিভিন্ন বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে ক্রেতাদের ভিড় দেখা গেছে।
সন্দ্বীপের প্রধান বাজার এনাম নাহার, কম্পলেক্স , সেনার হাট, আকবর হাট, শিবেরহাট, তালতলী বাজার, ধোপার হাট, বোরহান উদ্দিন মার্কেট,এরশাদ মার্কেট, নোয়ার হাট, বার্তেন মার্কেট, কালাপানিয়া, গুপ্তছড়া ও মুছাপুর, পৌরসভা বাজারে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসছেন হাজারো মানুষ। বিশেষ করে শিশুদের পোশাকের দোকান ও জুতার দোকানগুলোতে ভিড় বেশি।
বার্তেন মার্কেটের স্থানীয় ব্যবসায়ী জামসেদ সওদাগর বলেন“গত বছরের তুলনায় এবার ক্রেতা বেশি, তাই বিক্রিও ভালো হচ্ছে। অনেক দোকানে স্টক শেষ হওয়ার পথে।”
দাম বাড়তি, তবুও উৎসাহের কমতি নেই বাজারে কিছু পণ্যের দাম বেশি থাকলেও ঈদের আনন্দে তাতে তেমন প্রভাব পড়ছে না। ক্রেতা সালমা বেগম বলেন, “দাম একটু বেশি, কিন্তু ঈদের জন্য তো নতুন জামা কিনতেই হবে!”
ঈদ উপলক্ষে সন্দ্বীপের বাজারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্দ্বীপ থানার ওসি জানান, “বাজারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে ক্রেতারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন।”
বিক্রেতারা আশা করছেন, ঈদের আগের দিনগুলোতে কেনাকাটা আরও বাড়বে। সন্দ্বীপের বাজারের এই ব্যস্ততা ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24