সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাটে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে কবিরহাট সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গনে এ তোপধ্বনি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা এর নেতৃত্বে উপজেলা প্রসাশন। সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নিগার সুলতানা।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহিন মিয়ার নেতৃত্বে কবিরহাট থানা পুলিশ প্রশাসন। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কবিরহাট উপজেলা শাখা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে আটটায় কবিরহাট উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন,কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।সকাল সাড়ে নয়টায় উপজেলার পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু সহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষক সাংবাদিক বৃন্দ।
Leave a Reply