আবু ইউসুফ সোহাগ বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নে একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করলো আল-খিদমাহ্ ফাউন্ডেশন। ২৭ ফেব্রুয়ারী ২৫ইং বৃহস্পতিবার, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম (রতন) এক প্রেস বিজ্ঞপ্তিতে মুহাম্মদ যুবায়ের হাকিম কে উপদেষ্টা করে ২৮ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা।
আল-খিদমাহ্ ফাউন্ডেশনের ২০২৫-২০২৬ সেশনে মুহাম্মদ আবু হুরায়রা (জয়নাল) কে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন মোস্তফা কামাল বিল্লাল। বাকিরা হলেন সিনিয়র-সহ-সভাপতি,
মুহাম্মদ. সাইফুল ইসলাম, সহ সভাপতি, মুহাম্মদ. উমর ফারুক(বৌলাই),সহ সভাপতি,মুহাম্মদ. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ. আবু হানিফ, অর্থ সম্পাদক,মুহাম্মদ. রাকিবুল ইসলাম , শিক্ষা বিষয়ক সম্পাদক, মুহাম্মদ. মহসিন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক,
সাইফুল্লাহ আল হাসান (শাহিন), পরিকল্পনা বিষয়ক সম্পাদক, আব্দুর রহমান রবিন, প্রকাশনা ও দফতর সম্পাদক, হাসনাইন সারুয়ার,সহ প্রচার সম্পাদক, মুহাম্মদ. আবু ইউসুফ, সমাজ কল্যাণ সম্পাদক,
উমর ফারুক ( জামতলা),ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আলি, প্রবাসী কল্যাণ সম্পাদক,
মুহাম্মদ. এহসান উল্লাহ, ত্রুীড়া সম্পাদক,
মুহাম্মদ.মাহফুজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক,
মুহাম্মদ. শিহাবুল ইসলাম কার্যনির্বাহী সদস্য হলেন
মুহাম্মদ. সুলতান নাছির,মুহাম্মদ. জুনাইদ আহসান, মুহাম্মদ. আবু জাফর, মুহাম্মদ. মামুনুল হক, মুহাম্মদ. জাহাঙ্গীর আলম, মুহাম্মদ. মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ. সোহাগ মিয়া, মুহাম্মদ. তাজুল ইসলাম,মুহাম্মদ. মাজহারুল ইসলাম এবং মুহাম্মদ. মোশাহিদুল ইসলাম।
Leave a Reply