হাফিজুর রহমান:
হাজার বছরের পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। সেই ঘটনার পথ ধরেই ৩০ লাখ শহীদ আর লাখ ,লাখ মা-বোনের সম্ভ্রম হানিতে অর্জিত হয়েছে বাংলাদেশ। লাল সবুজের এ অর্জন কালের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার এ গর্ব বাঙালির। গত বুধবার ছিল বাঙালির সেই গৌরবদীপ্ত দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ঐ দিনেই ঘোষণা করেছিল আমি মুক্ত স্বাধীন এদেশ আমার । গত বুধবার ৫৪ বছর জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। দিবসটি পালন উপলক্ষে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে পৃথক পৃথক ভাবে কালিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন স্কুল ,কলেজ, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, সরকারি ,বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনের কর্মসূচির মধ্যে ছিল
বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে কালিগঞ্জ থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, হাট বাজারের দোকানপাটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নেতৃত্বে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীরা সোহরাওয়ার্দী পার্কের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারী সংগঠন ও সংস্থা ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮ টায় মহৎ পুর সরকারি কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করা হয়। সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। ওই সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইন চার্জ মোঃ হাফিজুর রহমান। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশ ফায়ার সার্ভিস ও স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলা মাঠ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ বুলবুল কবীর,উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ। বেলা ১ টায় বাদ
জুম্মায় মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত ও দেশ ও জাতির মঙ্গল সমৃদ্ধি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply