রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি;
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সরকারি নির্দেশনা উপেক্ষা করেতে দেখা গেছে কুড়িগ্রামের সর্বত্রই। এলাকার উপজেলা পর্যায়ের সরকারি অফিস ব্যতীত জেলার সকল সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ সহ অধিকাংশ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করতে দেখা যায়নি।
তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সরকারি নির্দেশনা উপেক্ষার করার কারণ জানতে মুঠোফোনে কথা বলেও কোন সদুত্তর পাওয়া যায়নি।
কুড়িগ্রাম জেলা সদর, রাজারহাট, চিলমারী, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী উপজেলা সদরের সরকারি অফিস ব্যথিত সকল সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে শোক পালনের সরকারি নির্দেশনা সর্বত্রই অমান্য করে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি।
এ প্রসঙ্গে উলিপুর কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম কে ফোন করলে রিসিভ না হওয়ায় সহকারী প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, "কিসের জন্য পতাকা অর্ধনমিত থাকবে। ওই শিক্ষক উল্টো সাংবাদিকের ওপর চড়াও হয়ে বলেন, তুমি হিন্দু না মুসলমান, সরকার নির্দেশ দিলেই একজন খ্রিস্টান লোকের মৃত্যুতে শোক পালনের কোন যুক্তি আমার কাছে নেই।' কাগজীপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম জানান, 'আমি ম্যাসেজ পেয়ে দ্রুত স্কুলে গিয়ে পতাকা অর্ধনমিত করণের বিষয়টি নিশ্চিত করি।
জাতীয় পতাকা অর্ধনমিত না করার বিষয়ে বাকরেরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এদিকে বিষয়টি নিয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা মুঠোফোনে বলেন, নির্দেশ দেওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বলেন রাষ্ট্রের আদেশ নির্দেশ অমান্য করা ধৃষ্টতার সামিল। আর কদমতলা দ্বিমুখী স্কুলের ওই শিক্ষকের ব্যাপারে তিনি বলেন, "উনি কিভাবে শিক্ষকতা করেন এটি অবাক কান্ড। উপজেলা মাধ্যমিক অফিসারকে বলে এখুনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24