মামুন রাফী, স্টাফ রিপোর্টার:
হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি (সোমবার) বিকেলে বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি ছিল।
বুড়িরচর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাছউদুর রহমান বাবর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে সমাবেশে অংশগ্রহণ করেন
হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সিঃ যুগ্ম আহবায়ক, মিল্লাতুর রহমান মিল্লাত, বুডিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ ফাহিম উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম আদনান।
বক্তারা বলেন, কৃষকদের উন্নয়নে আধুনিক কৃষি প্রযুক্তি সরঞ্জাম যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর এবং অন্যান্য যন্ত্রপাতি বিতরণে পদক্ষেপ নেওয়া হবে। তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে প্রকৃত কৃষকরা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং দলীয়করণের মাধ্যমে অন্যরা সেই সুবিধা ভোগ করেছে। বিএনপির নেতাকর্মীরা দেশের কৃষকদের প্রকৃত সুবিধা প্রদানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বক্তারা আশ্বাস দেন।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কৃষকদলের সদস্য সচিব মোঃ নূরুল ইসলাম হকসাব, ডাঃ তসলিম আলম, বেলাল উদ্দিন, আমির আল কাউসার, মোছলেহ উদ্দিন, রিয়াজ মাহমুদ, সমির উদ্দিন এবং ছানাউল্লাহ স্বপন।
বক্তারা তাদের বক্তব্যে কৃষি উন্নয়নে প্রযুক্তি ব্যবহার ও প্রকৃত কৃষকদের সুবিধা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “আধুনিক কৃষি সরঞ্জাম যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর এবং অন্যান্য যন্ত্রপাতি সরবরাহে পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের ন্যায্য সুবিধা প্রদানে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাবে।”
সমাবেশে বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক কৃষক এবং নেতাকর্মী অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশকে প্রাণবন্ত করে তোলে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24