সুরুজ্জামান রাসেল:
গাজীপুর মহানগর পুলিশ আইন ২০১৮ যথাযথভাবে প্রয়োগ সংক্রান্তে ২৬ ফ্রেরুয়ারি বুধবার জিএমপি হেডকোয়ার্টার কনফারেন্স রুমে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।
উক্ত কনফারেন্স এ সভাপতিত্ব করেন, ড.মোঃ নাজমুল করিম খান,পুলিশ কমিশনার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশ আইন ২০১৮-এর কার্যকর প্রয়োগ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার বিষয়ে মুল্যবান মতামত প্রদান করেন সিএমএম কোর্ট গাজিপুর এর বিজ্ঞ পিপি ও এপিপি গণ । এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং এই আইন বাস্তবায়নের মাধ্যমে নগরীর শৃঙ্খলা ও শান্তি রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন জিএমপি কমিশনার ।
উক্ত কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান , উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং জনগণের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply