সুকমল চন্দ্র বর্মন (পিমল), জয়পুরহাট:
জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের কেশুরতা কমিউনিটি ক্লিনিকে ২৭ নভেম্বর ২০২৪ বুধবার সকাল সাড়ে ১১ টায় তথ্য সংগ্রহ করতে গিয়ে অত্র কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার সিরাজাম মুনিরা জানান এখানে প্রতিদিন প্রায় ১ শত রোগী চিকিৎসা নেওয়ার জন্য আসেন। রোগীর ধরন হচ্ছে গর্ভবতী, প্রসূতি, শিশু, কিশোর, কিশোরী ও সাধারণ লোকজন। নিউমোনিয়া ও শ্বাস প্রশ্বাসের রোগীর জন্য নেবুলাইজার মেশিন থাকলেও ব্যবহার করা যায় না। কারণ আজ থেকে আনুমানিক ৭ বছর আগে ক্লিনিকের ট্রান্সমিটার চুরি হয়েছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ট্রান্সমিটার নেওয়ার জন্য জয়পুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করা ও হয়েছে। এযাবৎ পর্যন্ত বিদ্যুৎ অফিসে হিসেব ছাড়া কতবার যে, হরিয়ানী হতে হয়েছে তা বর্ণনা অতীত আর বলতে পারব না। তবে ট্রান্সমিটার দেওয়ার আশ্বাস এখনো শেষ হয়নি এই হলো পল্লী বিদ্যুৎ অফিসের অবস্থা। পানির অপর নাম জীবন, পানি ছাড়া জীবন বাঁচে না। রোগীরা সেই পানি খাইতে চাইলে , খাওয়ার জন্য পানি দেওয়া সম্ভব হয়না। কারণ ক্লিনিকে পানির কোন প্রকার ব্যবস্থা নেই। পানি খাওয়ার জন্য অত্র ক্লিনিক থেকে পশ্চিম দিকে প্রায় এক মাইল দূরে পাঠানপাড়া নামক বাজারে যেতে হয়। ক্লিনিকের আশেপাশে কোন দোকান বা পানি খাওয়ার কোন ব্যবস্থা নেই। এ ব্যাপারে রোগীর লোকজন ও এলাকাবাসী বিষয়টির প্রতি উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এবং তদ সঙ্গে দ্রুত বিদ্যুৎ ও পানির ব্যবস্থার জন্য জোর দাবি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24