কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠিতে গাছের সাথে ধাক্কায় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ঢাপড় নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। তিনি বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের আ. রশিদ হাওলাদারের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭বছর। ব্যক্তিগত জীবনে তিনি ২সন্তানের জনক এবং তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকৌশলী সাইদ অফিসিয়াল কাজ শেষে মটোর সাইকেল চালিয়ে বরিশালে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ছিটকে পড়ে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। নলছিটি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।
নলছিটি থানার ওসি আ. সালাম জানান, মটোর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুল রহমান নিহত হয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মৃত সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24