কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় নবম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, "সারা বাংলাদেশে ধর্ষণ এখন খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা পত্রিকা ও টেলিভিশনের পর্দায় প্রতিদিন দেখতে পাই যে কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে।" তিনি আরও বলেন, "আমরা রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেছি, যাতে ধর্ষণের হার কিছুটা হলেও কমানো যায়।"
অপর এক শিক্ষার্থী বলেন, "ধর্ষণের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো এবং গত কয়েক দিনে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর দোষীদের ফাঁসি চাই।" এরপর ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধনটি সমাপ্ত ঘোষণা করাl হয়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24