আলিফ শেখ:
সারাদেশে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, মব-সন্ত্রাস অবিলম্বে বন্ধ ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট (এসপিআই)এর শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইনস্টিটিউট ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্লোগান পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন তারা। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে খুলনা চাঁদপুর মহাসড়ক হয়ে বুড়িরহাট ঐতিহাসিক জামে মসজিদ হয়ে পুনরায় ইনস্টিটিউট এর শহীদ মিনার চত্বরে মিছিল শেষ করেন তারা।
এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন ক্যাম্পাস ও বড়িরহাট এলাকা। তারা বলেন, ২৪ এর বাংলায়,ধর্ষকের ঠায় নাই
ধর্ষকের বিরুদ্ধে,আওয়াজ তুলোন একসাথে
একশান টু একশান
সারা বাংলায় খবর দে,ধর্ষকের কবর দে।
ফাঁসি চায় ফাঁসি চায়,ধর্ষকের ফাঁসি চায়।
we want justice,we want justice
আর কত প্রহসন,বন্ধ হোক ধর্ষণ।
জালোরে জালো,আগুন জালো
ধর্ষকের বিরুদ্ধে,আগুন জালো একসাথে।
দিয়েছি তো রক্ত,আরো দেব রক্ত।
নতুন সোনার বাংলায়,ধর্ষকের ঠায় নাই।
এসময় ইনস্টিটিউটের ছাত্র -ছাত্রীরা বলেন,সারাদেশে নারী, শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা প্রতিদিন ঘটছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।তারা বলেন,এসব ঘটনায় মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।মানুষ যাতে নির্বিঘ্নে রাস্তা ঘাটে চলাচল করতে পারে সে ব্যবস্থা সরকারকেই নিতে হবে।
Leave a Reply