মোঃ কামাল হোসেন প্রধান - নরসিংদী:
নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ, প্রীতিফুটবল খেলা সহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। অদ্য ২৬/৩/২৫ ইং বুধবার সকালে শহিদ মুক্তিযোদ্ধা বেদির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা,জেলা পরিষদ ও সিভিল সার্জনসহ বিভিন্ন দফতর প্রধানগন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দুপুরে নরসিংদী শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে ও আতাহার হোসেন অনিক মাষ্টারের সঞ্চালনায় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় নরসিংদীর জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল ইসলাম শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী সরকার রাখি, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ফাজানা আলম, জেলা মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক তোফাজ্জল হোসেন মাস্টার। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন, নরসিংদী জেলা দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া, নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ ফুলকাম বাদশা, সড়ক ও জনপদ বিভাগ নিবার্হী প্রকৌশলী প্রকৌশলী হামিদুল ইসলাম, গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা, জেলা তত্বাবধায় ডাঃ মিজানুর রহমান,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএইচএম. আজিমুল হক, মোঃ সাজ্জাদ পারভেজ, রাফিউর রহমান, আসমাউল হুসনা পিংকি মোঃ মেহেদী হাছান পাটোয়ারী,সারোয়ার আলম, নেপাল কান্তি দেব, মোঃ খালিদ হোসেন শিমুল, নওসিন জাহান, সামিনা তানী, নরসিংদী ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক ইউসুফ আলী, নরসিংদীর প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা বেগম, নরসিংদী জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার সুবর্ণা রানী সরকার, জেলা পরিবেশ অধিদপ্তর পরির্দশক আরিফা বেগম, নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজুয়ান হোসেন, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, নরসিংদী পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, নগর পরিকল্পনাবিদ সোহরাব হোসেন,পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার সাহা, নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা, বীরমুক্তিযোদ্ধা রকিব মোল্লা, বীরমুক্তিযোদ্ধা লসকর মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,বীর মুক্তিযোদ্ধা আরমান হোসেন, বীরমুক্তিযোদ্ধা সাদেক মিয়া, বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম মোল্লা সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অপরদিকে সকালে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধের মাঝে হুইল চেয়ার, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার এবং প্রতিবন্ধীদের খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24