সিয়াম বাবু স্টাফ- রিপোর্টার বগুড়া:
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে বগুড়া শহরের জামিল মাদ্রাসার ৭ নং হুজুর মৃত মোহাম্মদ ইউসুফ নিজামির মেয়ের বাড়িতে কাজ করা অবস্থায় রাজমিস্ত্রি উজ্জল হোসেন (৩৫), ৬ তলা ছাঁদ থেকে আহত।
আহত ব্যক্তি হলেন শাহজাহানপুর উপজেলার জলসুগা গ্রামের উত্তরপাড়ার পিতা: মোঃ মহসিন হোসেনের পুত্র উজ্জ্বল। ৬ তলা ছাঁদ থেকে পড়ে গুরুতর আহত হয় পরে সেখানে কর্মরত অন্যান্য শ্রমিকরা, আহত উজ্জ্বলকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সাড়ে ১১ টায় ভর্তি করেন। আহত উজ্জলের শারীরিক অবস্থা আশঙ্কা জনক।
প্রাথমিকভাবে জানা যায়, রাজমিস্ত্রি উজ্জ্বল জামিল মাদ্রাসার ৭ নং হুজুর মৃত মোহাম্মদ ইউসুফ নিজামির মেয়ের বাড়িতে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত ছয় তালার ছাঁদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে।
Leave a Reply