বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণকালীন সমন্বয়ক আছিফের সহায়তায় ওজনে কম দেওয়ার ঘটনা ভিডিও ও ফেসবুকে লাইভ করায় তিন সাংবাদিকের উপর হামলা। সম্প্রতি গত সোমবার দুপুরে মধুপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে। এদিকে ৭২ঘন্টা অতিবাহিত হওয়ার পরও সরকারীভাবে কোন পদক্ষেপ গ্রহণ না করায় ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ।
জানা যায়, এ উপজেলায় একযোগে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে আজ ৬টি ইউনিয়ন পরিষদে ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল জনপ্রতি ১০কেজি করে বিতরণ শুরু হয়েছে। সরে জমিনে সাংবাদিক মাহাবুব রহমান বিপ্লব, সাংবাদিক মোস্তাফিজার রহমান মোস্তা ও সাংবাদিক মনির শাহ ফিরোজ পেশাগত কাজে মধুপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ দেখতে যান। এ সময় ওই ইউনিয়নের একাধিক জনসাধারণ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ওজনে চাল কম দেওয়া হচ্ছে কিন্তু স্থানীয় ৬/৭ সমন্বনয়ক নামধারী পরিচয়ে চাল বিতরণে দায়িত্বে থাকায় কেউ ভয়ে মুখ খুলতে সাহস পারতেছেন না। ভুক্তভোগীদের কথা মোতাবেক সাংবাদিকরা ভিডিও সহ ফেসবুক আইডি তে সরাসরি লাইভে গিয়ে ওজন সহ চাল বিতরণের দৃশ্য তুলে ধরেন। এ সময় একাধিক উপকারভোগীর চাল পুর্ণরায় ওজনে এককেজি করে চাল কম দেওয়ার অভিযোগ প্রমানিত হয় । এনিয়ে দায়িত্বরত সমন্বনয়করা পরিষদে সাংবাদিকদের কে ডেকে ঘিরে ধরে বলেন, এখানে আমরা সকাল থেকে দায়িত্বে রয়েছি, আপনারা আমাদের না জানিয়ে ভিডিও ও ফেসবুকে লাইভ করা ঠিক হয়নি। এমতাবস্থায় সমন্বনয়ক আছিফের উস্কানিতে তাদের পক্ষের লোকজন সাংবাদিকদের উপর হামলা করে। পরে দুই একজন সমন্বয়ক পরিচয়ধারী সাংবাদিকের পক্ষ নিয়ে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন । এ সময় ছাত্র সমন্বয়ক ও তাদের লোকজন সাংবাদিক কে ভুল স্বিকার করে পুর্ণরায় তাদের পক্ষে ফেসবুকে লাইভ করতে বাধ্য করেন। সেই সঙ্গে এককেজি করে চাল কম দেওয়ার আলামলের ভিডিও ফেসবুক আইডি থেকে ডিলেট করার জন্য সাংবাদিককে হুমকি ও চাপ প্রয়োগ করা হয়েছে। এ সময় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ভুট্টু উপস্থিত ছিলেন না, তিনি জানিয়েছেন চাল বিতরণ দায়িত্ব ছাত্র সমন্বয়ক ও পরিষদের প্যানেল চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। এবিষয়ে ওইদিন স্থানীয় কয়েকজন সাংবাদিক ইউএনওকে বিষয় টি অবগত করার পরও ৭২ঘন্টা অতিবাহিত হলেও এখন সরকারীভাবে চাল কম দেওয়ার অভিযোগ ও সাংবাদিকদেরকে হেনস্থা করার ঘটনায় কালক্ষেপণের অভিযোগ উঠেছে। স্থানীয় সাংবাদিক একেএম সালাম বিশ্বাস সহ একাধিক সাংবাদিক বলেন, আজ ভিজিএফ এর চাল বিতরণ কালে ওজনে কম দেওয়ার দৃশ্য ভিডিও থাকার পরও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা রাজপথে আন্দোলনের আল্টিমেটাম ঘোষণা করবো।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24