হোসেন আলী – বদরগঞ্জ রংপুর:
রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ও জেলা নির্দেশে চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুবদলের আহ্বায়ক আহসানুল হক রেজওয়ান ও সদস্য সচিব প্রভাষক মনিরুজামান মনিরের নেতৃত্বে এই কার্যক্রম আয়োজন করা হয়।
গতকাল বদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্প চালিয়ে মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হয়। যুবদল নেতারা এতে অংশগ্রহণকারী স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্য সেবা, পুষ্টি ও জন সচেতনতা বিষয়ক উপদেশ প্রদান করেন।
আহসানুল হক রেজওয়ান বলেন, “আমাদের যুবদল সবসময় জনগণের স্বাস্থ্য সচেতনতা ও কল্যাণের দিকে লক্ষ্য রেখেছে। আমরা চেয়ারপার্সন খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনার আলোকে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাবো।”
এসময় প্রভাষক মনিরুজামান মনির বলেন, “জাতীয়তাবাদী যুবদল দেশের যুব সমাজের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সকলে মিলে একসাথে কাজ করলে এদেশের যুব সমাজকে আরো সুস্বাস্থ্যের দিকে পরিচালিত করতে পারবো।”
এ কার্যক্রমে স্থানীয় যুবদল নেতা ও সদস্যরা অংশগ্রহণ করেন এবং তারা এলাকাবাসীকে স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিভিন্ন তথ্য দান করেন। অনুষ্ঠানটির মাধ্যমে যুবদল নেতৃবৃন্দ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
Leave a Reply