দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে জীবন রায় (১৭) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে নিজপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। জীবন রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নতুনহাট ঝাড়পাড়া গ্রামের ভৈরব রায়ে ছেলে।
রবিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নিজ শয়নকক্ষে রশির সাহায্য গলায় ফাঁস দিয় আত্নহত্যা করে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনের বাবা- কৃষি শ্রমিক। লেখাপড়া ও অন্য বিষয় নিয়ে তার বাবা-মা সামান্য রাগারাগি করে। এ নিয়ে সে নিজের রুমে গিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান,মরদেহটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে,রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, এব্যাপরে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
01309545466
Leave a Reply