আনোয়ার হোসেন:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টাঙ্গাইল মির্জাপুরে নানান আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে । ২৬ মার্চ ২০২৫ ইং বুধবার প্রথম প্রহরে মির্জাপুর উপজেলা চত্বরে স্মৃতিসৌধ ” অর্জন” শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান ,মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মির্জাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ , সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ ,পৌর বিএনপির সভাপতি মোঃ হযরত আলী মিয়া ,সাধারণ সম্পাদক এসএম মহসিন সহ উপজেলা ও পৌর বিএনপির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । মির্জাপুর থানা পুলিশ হাইওয়ে থানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ । মির্জাপুর প্রেসক্লাব ,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর শাখা, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি বিভিন্ন সামাজিক ও শিক্ষক-কর্মচারী সংগঠন । শ্রদ্ধা নিবেদনের পর সকালে এস কে পাইলট বিদ্যালয় মাঠে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান শুরু হয় । এ সময় পতাকা উত্তোলন বক্তব্য কুচকাওয়াজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বিভিন্ন ডিসপ্লে অনুষ্ঠিত হয় । এ সময়ে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ,মুক্তিযোদ্ধা সেনা অফিসার, বিভিন্ন রাজনীতি ব্যক্তিত্ব আইন-শৃঙ্খলা বাহিনী অভিভাবক বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply