শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বিগত আওয়ামী সরকারের সন্ত্রাসী মোহাম্মদ খায়রুল ইসলাম মিনহাজের অত্যাচারে অতিষ্ট হয়ে মানববন্ধন করেছে ভূক্তভোগীরা।
গত শুক্রবার মুরাদনগরের মুগসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন মুগসাইর গ্রামের শতাধিক ভূক্তভোগী।
এই সময় ভূক্তভোগীরা মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য হুমায়ুন সরকার, বিএনপি নেতা মোঃ অলিউল্লাহ, প্রবাসী সফিউল বাশার, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক জামাল সরকার, আবদুল সাত্তার, আবদুল বাতেন, হালেমা বেগমসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তরা বলেন, বিগত আওয়ামী সরকারের মন্ত্রী, আমলা ও পুলিশের বড় কর্মকর্তাদের সাথে সম্পর্ক থাকায় খায়রুল কিশোর গ্যাংসহ একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে। বিএনপি পন্থী বা তার মতের অমিল হলে এ বাহিনীর হামলার স্বীকার হতে হতো। খায়রুল পুলিশ দিয়ে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করত।গত ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর খায়রুল ইসলামের বড় ভাই আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম, মুগসাইর গ্রামের
বিএনপির নেতা দুলাল ও জামালের বাড়িঘর ভাঙচুর করে। এলাকার সূত্রে জানাযায় খায়রুলের অর্থযোগান দাতা ও সব অপকর্মের নায়ক তার বড় ভাই। ভূক্তভোগীরা সন্ত্রাসী খাইরুলকে গ্রেফতার করে আইনের আওতায় দাবী জানান প্রশাসনের কাছে।
Leave a Reply