সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধি:
আজ ২৬ মার্চ ২০২৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে পুলিশ লাইন্স, মাদারীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদদের প্রতিকী গণকবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুজ্জামান,বিপিএম।
এসময় জেলা পুলিশ মাদারীপুরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে আসমত আলী খান স্টেডিয়াম, মাদারীপুর এ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন, রঙ বেরঙের বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক, মোছা: ইয়াসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুজ্জামান,বিপিএম।
পরক্ষণেই জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন করেন। মাদারীপুর জেলা পুলিশ দল, আনসার দল, কারারক্ষী দল, বিএনসিসি দল, ফায়ার সার্ভিস দল, বাংলাদেশ স্কাউটস এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী দলের সমন্বয়ে এক মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনী হয়।
এ সময় মাদারীপুর জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Leave a Reply