কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রমজানের আগমনের বার্তা পৌঁছে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হওয়া এই র্যালিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন। ব্যবস্থাপনায় ছিলেন জেলা শাখার সেক্রেটারি কারী ইব্রাহিম আল হাদী।
এসময় বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন বলেন, “রমজানের পবিত্রতা রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে সচেষ্ট থাকবে।”র্যালি শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply