সিয়াম বাবু,স্টাফ রিপোর্টার বগুড়া:
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিআর নং-৩৯৮/০৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১,০০০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০২ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা অবস্থান করছে। এর ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় অদ্য ২৬ জানুযারি ২০২৫ ইং তারিখ র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র্যাব-১, সিপিএসসি গাজীপুর এর যৌথ অভিযানে জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা হতে মোঃ আমিনুল ইসলাম @ রানু(৫২) পিতা-আব্দুল করিম মাষ্টার(করম আলী), সাং-নিজগ্রাম উত্তরপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply