মঞ্জুরুল ইসলাম লংগদু, রাঙামাটি রাঙামাটি প্রতিনিধিঃ
২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, যা আমাদের গৌরব, আত্মত্যাগ এবং বিজয়ের প্রতীক। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানের শাসন থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীনতার সংগ্রামের সূচনা হয়। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শুরু এখান থেকেই। এ দিনটি জাতির জন্য মুক্তির প্রতীক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস এরই ধারাবাহিকতায় রাঙামাটি লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে উপজেলা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা মাঠ প্রাঙ্গণে সকাল ১০ টায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন সূচনা করা হয়।
এ সময় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্যারেড, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা দিবসের ভাষন ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।
মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদুল হাসান বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দিন, উপজেলা উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, কৃষি কর্মকতা ইসরাফিল হক, লংগদু উপজেলা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, বীর মুক্তি যোদ্ধা মোঃ তৈয়ব আলী, মোঃ শাহনেয়াজ, খোরশেদ আলম অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ উপজেলার সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অবিভাবকসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দ ও প্যারেড কুচকাওয়াজ অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পরে সকাল ১১ টায় উপজেলা লাইব্রেরি মিলয়াতন হলরুমে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা পুরুস্কার হাতে তুলে দেওয়া হয়।
Leave a Reply