মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু রাঙামাটি প্রতিনিধিঃ
শ্রমিক আল্লাহর বন্ধু, শ্রম জীবি মানুষের অধিকার আদায়ে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন অর্নীবার্য।
এই স্লোগানকে সামনে রেখে ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল দশ ঘটিকা হতে রাঙামাটি লংগদু উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা শাখার উদ্যোগে র্যালি আলোচনা সভা ও দ্বি বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়, উপজেলা পাবলিক লাইব্রেরি মিলয়াতনে।
উক্ত সম্মেলনে লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মঞ্জুরুল হক এর সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক (কেন্দ্রীয়) মুহাম্মদ ইসহাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, লংগদু উপজেলা জামায়াতের আমির নাছির উদ্দিন সাহেব, রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান,
প্রধান ভক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা শাখার উপদেষ্টা এবি এম তোফায়েল উদ্দীন, সহ উপস্থিত লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল কর্মীবৃন্দরা।
উক্ত সভায় ভক্তরা বলেন, মানুষ ও রাষ্ট্রের উন্নতির চাবিকাঠি হলো শ্রম। যে জাতি যত বেশি উদ্যমী ও পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত ও সমৃদ্ধ। অর্থনীতির পরিভাষায়, যারা শ্রম দেন, তারা শ্রমিক। আর যারা শ্রমিকদের কাজে নিয়োগ করেন এবং শ্রমের বিনিময়ে বেতন-ভাতা প্রদান করেন, তারা মালিক। শ্রমিক-মালিক সম্পর্ককে ইসলাম দাসত্বমূলক দৃষ্টিভঙ্গিতে দেখেনি; দেখেছে মানবিক দৃষ্টিকোণ থেকে। মালিক-শ্রমিকের কর্তব্য ও অধিকার বিষয়ে ইসলাম দিয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা।
তাই শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই শ্রমিকের মজুরি বুঝিয়ে দিতে হবে।
এ সময় লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্য আরোও বলেন, লংগদুতে উপজেলা শ্রমিক কল্যাণ সংগঠনের মাধ্যমে শ্রমিকের চাওয়া পাওয়া ও শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয় সে ব্যপারে আপনাদের কাজ করে যেতে হবে। শ্রমিকের পাওনা সঠিক সময় যেন পায় সে ব্যপারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তারা, পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শান্তি পূর্নভাবে অনুষ্ঠানটি শেষ হয়৷
Leave a Reply